নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৬আগষ্ট) সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চর-শালিখা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরশালিখা গ্রামের নবীর শেখ পক্ষ ও আজিজুর শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে শনিবার সকালে দুপক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার এক পর্যায়ে মুখোমুখি সংগর্ষে রূপ নেয়। দু’পক্ষ ঢাল, সড়ক, রামদা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে একজন নারীসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্বজনরা চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে সবুর শেখের স্ত্রী মিনা বেগমের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিকচিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুনঃ