নড়াইলে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮বছরের শিশু রায়হানের
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে ইজিবাইকের ধাক্কায় ৮ বছরের শিশু রায়হান নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রায়হান নড়াইল সদর
উপজেলার জঙ্গলগ্রাম উত্তরপাড়ার সৈয়দ মামুন ওরফে টগরের ছেলে। তবে তারা নড়াইল শহরের দুর্গাপুর এলাকায় বসবাস করেন।
জানাগেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কের জঙ্গলগ্রাম উত্তরপাড়া মসজিদের সামনে একটি চলন্ড ইজিবাইক রায়হানকে
চাপা দেয়। তাৎক্ষণিকভাবে রায়হানকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভুইঁয়া
বলেন, ‘ সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর অথবা খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।
রায়হানের চাচা, সৈয়দ মাজহারুল ইসলাম জানান, রায়হানকে নড়াইল হাসপাতাল থেকে রেফার করে দেয়ার পর যশোর সদর হাসপতাালে নেয়া হয়। সেখান থেকে খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
জানাগেছে. এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রায়হানের দাদি মারা গেলে তারা গ্রামের বাড়িতে যান। কর্মব্যস্ততার কারনে তার মা বাবা শহরে চলে
আসলেও গ্রামের পরিবেশ ভালো লাগায় সে তার ফুফুদের কাছে থেকে যায়। এরপর বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে একটি ইজিবাইকে ধাক্কা
দিলে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।।
পারিবাকিরসুত্রে জানাগেছে, সৈয়দ মামুন ওরফে টগর নড়াইল শহরের দুর্গাপুর এলাকায় বাড়ি করেছেন। স্ত্রী সন্তান নিয়ে সেখানেই থাকেন। পেশায় তিনি
একজন ব্যবসায়ী। ছেলে রায়হানন নড়াইল শহরের একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণীতে পড়াশোনা করে। তার মা ঝর্না খাতুন একজন গৃহিনী। চন্ডিবরপুর ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ ওসিকুল ইসলাম বলেন, ‘ রায়হান ইজিবাইকের ধাক্কায় মারা গেছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
একে/অননিউজ24