নড়াইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে গ্রাম আদালত সম্পর্কে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম জিন্নাহ, নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মো: ওমর ফারুক, লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা প্রমুখ।

সমন্বয় সভায় জানানো হয়. গ্রাম আদালত কার্যক্রম ইতিমধ্যে প্রত্যন্ত অঞ্চলেও বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে। ছোটখাটো বিরোধে আদালতে না এসে গ্রাম আদালতের শরণাপন্ন হচ্ছে। উভয়পক্ষের আলোচনার ভিত্তিতে অধিকাংশ বিরোধ নিষ্পত্তি হচ্ছে। নড়াইল জেলায় ২০২৫ সালের জুলাই মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৪১৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনা ও সম্মতিতে ৩৯১ টি মামলা শান্তিপূর্ণভাবে মিমাংসা হয়েছে। এসব ঘটনায় ৯২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে। গ্রাম আদালত কার্যক্রমকে আরো জনপ্রিয় ও গতিশীল করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি পাঠ্যপুস্তকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অর্ন্তভূক্তির দাবি জানানো হয়।

সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা, গ্রাম আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরো দেখুনঃ