নড়াইলে জাতীয় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসন, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে সোনালী আঁশ পাটের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোহম্মদ মাজবুব উল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, পাট ব্যাবসায়ী, পাট চাষীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ