নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি।।

‘‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই শ্লোগানকে ধারণ করে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় নড়াইল সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

পরে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সিনিয়র মৎস্য
কর্মকর্তা মোঃ এনামুল হক প্রমুখ।

বক্তারা, নড়াইল জেলার ঐতিহ্য দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাছ ধরার বিভিন্ন অবৈধ ফাঁদ জব্দ করে ধ্বংস করে দেয়ার অনুরোধ জানান। মৎস্য কর্মকর্তা জানান, নড়াইল জেলায় এবছর ১৬হাজার ৬৬০ মে. টন মাছের চাহিদা রয়েছে। সেখানে উৎপাদন হবে ১৮ হাজার ৬৬৫ মে, টন।
অর্থাৎ নড়াইল জেলার মাছের চাহিদা মিটিয়ে আরো ২ হাজার ৫ মে, টন মাছ জেলার বাইরে বিক্রি করা হবে।

আলোচনা সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, হ্যাচারি মালিক, মৎস্য বিক্রেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নড়াইল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে হাট-বাজারসহ গুরুত্বপূর্ন স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা, প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য মেলা, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, শিশুদের রচনা প্রতিযোড়িতা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভাসহ বিভিন্ন অনুষ্ঠান।

আরো দেখুনঃ