নড়াইলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে নড়াইলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) দুপুরে নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শংকর কুমার পাঠকের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইল জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সজল বিশ্বাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাজ্জাদ হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক লেখক গোলক বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস পাঠক, ম্যানেজিং কমিটির সদস্য আনন্দ কুমার ধর, সাবেক সদস্য কৃষ্ণপদ সেন, প্রেমচাঁদ বিশ্বাস, অভিভাবক সুমন্ত কুমার অধিকারী, প্রমুখ।

বক্তারা নতুন শিক্ষাক্রমের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীরা যাতে নতুন কারিকুলামে মনোযোগ সহকারে পাঠদান করতে পারে সে ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদানের অনুরোধ জানান।

অন্ষ্ঠুানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ