নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি

নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট্রের আয়োজনে কোরআন খানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার , দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্মৃতিসৌধে নড়াইল জেলা প্রশাসনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মহাবিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।
পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাঠাগারে আয়োজিত আলোচনা সভায় মহান এই বীরের জীবন ও বীরত্বের কথা তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, স্থানীয় সরকারে উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী, নূর মোহাম্মাদ শেখের নাতি নিয়ামুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা তবিবুর রহমান সহ অনেকে।
এসময় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, নূর মোহম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন। এদিন পাকিস্তানি হানাদারবাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
jn