নড়াইলে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, পাল্টা অভিযোগ স্ত্রীর

নড়াইল প্রতিনিধি

নড়াইলে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বামীর দেয়া গহনা, জমিজমা, মালামাল হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একই সাথে প্রবাসী স্বামীও তার পরিবারকে মিথ্যে মামলা দায়ের করে হয়রানির অভিযোগ করা হয়েছে। শেখ মিল্লাত নামে ঐ সিঙ্গাপুর প্রবাসীর স্বজনরা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। প্রবাসীর স্ত্রী অবশ্য এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টো শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন করে তার দুই শিশু সন্তানসহ তাকে ঘরছাড়া করার অভিযোগ করেছেন। বর্তমানে স্বামী দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে সিঙ্গাপুর নিয়ে বসবাস করছে।
বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার হবখালী বসুপাড়া গ্রামে প্রবাসী মিল্লাতের পক্ষে তার স্বজনরা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে প্রবাসীর পক্ষে তার স্বজনরা অভিযোগ করেন, মিল্লাত সিঙ্গাপুরে অবস্থানের সুবাদে তার স্ত্রী কেয়া তাদের দুই মেয়ে নিয়ে নড়াইল শহরে ভাড়া বাড়িতে বসবাস করে। দাম্পত্য জীবনে তাদেও দুটি মেয়ে সন্তান রয়েছে। তারা নড়াইল শহরের একটি স্কুলে পড়াশোনা করে। দাম্পত্য কলহের কারনে সম্প্রতি মিল্লাতের স্ত্রী তাদের ভাড়া বাসার যাবতীয় মালামাল, স্বামীর দেয়া স্বর্ণালংকার ও দুই মেয়েসহ বাবার বাড়ি চলে যায়। মিল্লাতও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে জমি মালামাল ও মিল্লাতের দুই মেয়েকে ফেরতসহ হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে মিল্লাতের স্ত্রী কেয়া এসব অভিযোগ অস্বীকার করে, উল্টে মিল্লাত ও তার বাড়ির লোকজনের উপর নানাবিধ মানুষিক নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। মিল্লাত দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর বসবাস করছে। স্ত্রী কেয়া বেগমকে বিতাড়িত করতে নানা ধরনের ফন্দি করে চলেছে। এক প্রশ্নের জবাবে কেয়া জানান, তার দুটি সন্তানকে পড়াশোনার জন্য নড়াইল শহরে বাসা ভাড়া করে মেয়ে দুটিতে ভালো একটি স্কুলে পড়াশোনা করাতেন। কিন্তু স্বামী দ্বিতীয় বিয়ে করে ২য় স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর চলে যাওয়ায় এখন তাদের খরচ দেয়া বন্ধ করে দিয়েছে। নিরুপায় হয়ে মেয়ে দুটিকে নিয়ে তার পিতার বাড়িতে আশ্রয় নিয়েছে। তার স্বামী ও শ^শুর বাড়ির লোকজন তার নামে হয়রানীমুলক মামলা করেছে। মাঝে মধ্যে মাস্তান পাঠিয়ে হুমকী ধামকি দিয়ে হয়রানী সহ অমানবিক আচরণ করা হচ্ছে। বতর্মানে দুটি মেয়ে নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। কেয়া প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো দেখুনঃ