নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি

‘কর্মক্ষেত্রে ডায়াবেটিসের প্রভাব এবং সচেতনতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়। পরে হাসপাতাল চত্বরে এ উপলক্ষে সচেতনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারায়গঞ্জের সিভিল সার্জন ডাঃ আ ফ ম মশিউর রহমান বাবু, নড়াইল সদর হাসপাতালের সার্জারী ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডাঃ দীপংঙ্কর কুমার, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপণা পরিচালক ডা দ্বীপ বিশ্বাস সুদীপ, ডাঃ স্মৃতিকণা সরকার, নড়াইল জজকোর্টের সিনিয়র আইনজীবি উত্তম কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এমএম কামরুজ্জামান কামরুল প্রমুখ।
বক্তারা বলেন, ডায়াবেটিস হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। শুধুমাত্র নিয়ম কানুন মেনে খাওয়া-দাওয়া ও চলাফেরা করলে আজীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিকভাবে জীবন যাপন করা যাবে। ডায়াবেটিস রোগ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিবসটি উপলক্ষ্যে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
কর্মসুচিতেতে চিকিৎসক, নার্স, ডায়াবেটিস রোগী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।