নড়াইলে ‘মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে ‘মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হয়েছে। আজ দুপুরে এডাব নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে এ
সেমিনার অনুষ্ঠিত হয়।

এডাব নড়াইল জেলা শাখার সভাপতি কোহিনুর আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন
প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ
অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীল,সিভিল সার্জন
ডাঃ সাজেদা বেগম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের পরিদর্শক মোঃ আব্দুস
সালাম,এডাবের বিভাগীয় সমন্বয়কারী মোঃ রেজাউল করিম প্রমুখ। সেমিনারে স্বাগত
বক্তব্য দেন এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক সিকদার মঞ্জুরুর রহমান পান্নু ও
ধারণাপত্র উপস্থাপন করেন এডাব জেলা শাখার সহ-সভাপতি রোজালিন নন্দিতা বসু।
বক্তারা বলেন,‘মাদকদ্রব্য আমাদের সমাজের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যুব
সমাজ থেকে শুরু কে বিভিন্ন বয়সীরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। কেউ মাদক
ব্যবসায় জড়িয়ে সমাজকে নষ্ট করছে, আবার অনেকে সেবন করে নিজেকে ধ্বংস করছে।
আমাদের যুব সমাজ মাদকের পাশাপাশি ফেসবুক, ইউটিউবসহ অনলাইনে আসক্ত হয়ে
ক্যারিয়ার নষ্ট করছে। এসব নেশা ও আসক্ত থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে
আগামীতে দেশে ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। সমাজের সর্বস্তরের মানুষের
মাঝে সচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি এনজিও সহ বিভিন্ন শ্রেণীপেশার
মানুষকে এগিয়ে আসতে হবে।’

সেমিনারে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এডাবভুক্ত এনজিও
সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একে/অননিউজ24

আরো দেখুনঃ