নড়াইলে মানবপাচার মামলায় শাকিল ৩ দিনের রিমান্ডে

নড়াইল প্রতিনিধি।।

একাধিক মানবপাচার মামলার প্রধান আসামী নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের শাকিল হোসেনের (৩৭) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ ডিসেম্বর) থেকে রিমান্ড শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম।

এদিকে, গত ৬ ডিসেম্বর গভীর রাতে কালিয়া থানা পুলিশের সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শাকিলকে গ্রেফতার করে হরিণটানা পুলিশ। শাকিল চাঁচুড়ী গ্রামের ছাব্বির রহমান মনু মোল্যার ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক ফৌজদারী মামলা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়া শেখের মেয়ে মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর কথা বলে ভারতে পাচারের অভিযোগে গত ৬ ডিসেম্বর খুলনার হরিণটানা থানায় পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা (খাজা মিয়া)। এ মামলার অন্য আসামিরা হলেন-নড়াইলের চাঁচুড়ী গ্রামের রাজিবুল ইসলাম রাজিব, রাকিবুল ইসলাম রাতুল, মমিনুল ইসলাম সাগর ও পিয়ারী বেগম। ভুক্তভোগী খাজা মিয়ার পরিবার খুলনার হরিণটানা থানা এলাকায় ভাড়া থাকা অবস্থায় মিতা খানম পাচারের শিকার হন।

ভুক্তভোগীরা জানান, শাকিল সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা। গ্রামের সহজ-সরল নারীদের বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাত করে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী মিতা খানমকে উদ্ধার, এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতারসহ মামলাটি তদন্তের জন্য শাকিলের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ