নড়াইলে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের একাংশ তাঁদের দাবি সম্মেলনের মাধ্যমে কমিট গঠন করতে হবে

নড়াইল প্রতিনিধি

মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন নড়াইলের মুক্তিযোদ্ধাদের একাংশ। ফ্যাসিস্ট আওয়ামী দোসর, দূর্নীতিগ্রস্থ ও বিতর্কিতদের দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন করায় উক্ত কমিটি বাতিলের দাবিতে তাঁরা সংবাদ সম্মেলন করেছেন। তাঁদের দাবি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। নড়াইল জেলার মুক্তিযোদ্ধা ব্যানারে (১৭ সেপ্টেম্বর) বুধবার বেলা সাড়ে ১১ টায় নড়াইল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদর উপজেলা বিএনপি সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহামান আলেক।
তিনি বলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কোন নির্বাচন ছাড়াই অগণতান্ত্রিকভাবে স¤প্রতি নড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি ঘোষণা করেছে যেখানে কমিটির ১১ জনের মধ্যে ৮ জনই পতিত আওয়ামী দোসর। এই কমিটি জেলা প্রশাসন থেকে তাদের দায়িত্ব গ্রহণ না করেই আবার উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছে যেটি সম্পূর্ণ বেআইনি ও মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণার সামিল।
সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধাদের দাবি তৃণমূল পর্যায়ের তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। আমরা অনিয়মতান্ত্রিকভাবে গঠন করা কমিটি মানি না । দ্রæত জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে । তা না হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে ।
এ সময় বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা শরীফ বাদশা মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা শাহীদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরের ২১আগষ্ট (স্বারক নং-মুক্তি/নড়াইল/৩১/২৫) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটি ঘোষণা করেন । বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মেদ খান স্বাক্ষরিত জেলা কমিটিতে বীরমুক্তিযোদ্ধা মুনছুর আহম্মদকে আহবায়ক এবং বীরমুক্তিযোদ্ধা মীর মোখতার আলীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় । এই নতুন জেলা কমিটি প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করছে।

JN

আরো দেখুনঃ