নড়াইলে রেল লাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া রেল সেতু এলাকায়
রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯মে) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করে
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।
নিহত ওই যুবকের নাম সোহানুর রহমান সজিব (২০)। তার বাড়ি জামালপুর জেলার
সদর উপজেলার ডেফুলীবাড়ি গ্রামে। তার পিতার নাম মৃতঃ নুরুল ইসলাম বাচ্চু।
তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
জানাগেছে, সোমবার (১৯ মে) ভোর সকালে ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের
সারুলিয়া রেল সেতু এলাকায় রেল লাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায়
স্থানীয় লোকজন। পরে লোহাগড়া পুলিশ খবর দিলে সকাল ৯ টার দিকে মরদেহটি
উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মরদেহটির পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অফ
ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর এর একটি দল লোহাগড়া থানায় এসে তথ্য
প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে ও পরিচয় শনাক্ত করতে সক্ষম
হন।
লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘মরদেহ
উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে পিবিআই ও থানা পুলিশ
মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে। মরদেহটি রেলের জায়গাতে পাওয়া যাওয়ার
কারনে জিআরপি পুলিশের খুলনা থানাকে অবহিত করা হয়। পরে জিআরপি পুলিশ
এসে মরদেহটি নিয়ে যায়। এ ঘটনায় জিআরপি থানা পুলিশ প্রয়োজনীয়
আইনি ব্যবস্থা নিবে।’
মজ/অননিউজ২৪