নড়াইলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ২৪ জনের নামে থানায় এজাহার পূর্বের মামলার সাথে যুক্ত হবে জানালেন ওসি

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচির ওপর উপর অতর্কিতভাবে বিভিন্ন প্রকার অস্ত্র-সস্ত্রে ও বিস্ফোরক দ্রব্য নিয়ে হামলার অভিযোগে সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও তার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা
আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু সহ ২৪ জনের নাম উল্লেখ করে একটি এজাহার জমা হয়েছে নড়াইল সদর থানায়। এজাহারে অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়েছে।

নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন। নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বে দায়েরকৃত মামলার সাথে এজাহারটিকে যুক্ত করে তদন্ত করা হবে। একই ঘটনায় নতুন কোন মামলা হবে না।

এজাহারের উলে­খিত উল্লেখযোগ্য অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী, অ্যাডভোকেট উত্তম কুমার
ঘোষ, সাবেক ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, আওয়ামীলীগ নেতা বোরহান. অসীম কাপুড়িয়া, সিঙ্গাশোলপুর ইউপির সাবেক চেয়ারম্যান উজ্জল শেখ সহ আরো অনেকে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বৈশম্য বিরোধী সংগ্রামী ছাত্র-জনতার মিছিল নিয়ে
নাকসী থেকে চিত্রা সেতুর পশ্চিমপ্রান্তে পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে ষেভ হাসিনা ও ওবায়দুল কাদেরের সারাদেশ ব্যাপি খুন, গুম, জখমের হুকুম পেয়ে অন্যান্য আসামীরা
আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে হামলা চালায়। আসামীদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হয়।

একে/অননিউজ24

আরো দেখুনঃ