নড়াইলে সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখা শিবিরে পক্ষ থেকে কুরআন শরীফ বিতরণ
নড়াইল প্রতিনিধি

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ছাত্রছাত্রীদের মাঝে বিনামুল্যে ৫শতটি পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভিক্টোরিয়া কলেজ চত্বরে এসব কুরআন বিতরণ কার্যক্রম চালানো হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে কুরআন শরীফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. মো: রবিউল ইসলাম। ভিক্টোরিয়া কলেজ শাখা শিবিরের সভাপতি মো: ওয়াকিবুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্র শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন, শিবিরের ভিক্টোরিয়া কলেজ শাখার উপদেষ্টা তানভীর ইসলাম, কলেজ শাখার সাধারণ সম্পাদক আমির হামজা প্রমুখ।
প্রধান অতিথি ড. মো: রবিউল ইসলাম বলেন ‘একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে একাডেমিক জ্ঞানের পাশাপাশি কুরআনের জ্ঞান অর্জন করা জরুরী বলে আমি মনে করি। ভিক্টোরিয়া কলেজ ছাত্র শিবিরের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই।
জেলা শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন বলেন ‘নোয়াখালীতে ছাত্র শিবিরের দারসূল কুরআন প্রতিযোগিতায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে সারা বাংলাদেশে শিবিরের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরাও নড়াইলে দারুসূল কুরআন ও কুরআনন বিতরণ করেছি। আমরা নড়াইল নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের পাশাপাশি লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়েও কুরআন শরীফ বিতরণ করেছি।’
কলেজ শাখার সবাপতি মো: ওয়াকিবুজ্জামান জানান, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীদের মাঝে ৫শত পিচ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।