নড়াইলে ২দিন ব্যাপী জেলা পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে জেলা পর্যায়ে ২দিনব্যাপী (২৩-২৪ নভেম্বর ) ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা
একাডেমি চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে অডিও কলের মাধ্যমে মেলার উদ্বোধনী করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয়
ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগেরসভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সাদিরা খাতুন,
পৌর মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জাতীয়
গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান প্রমুখ।
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও
শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী এ মেলায় বিভিন্ন সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা
প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী নিয়ে ৩২টি ষ্টল খোলা হয়েছে।