নড়াইলে ৩২টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ৩২টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ৯লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
নড়াইল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের পতিনিধির হাতে এসব এসব চেক তুলে দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার. সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা প্রমুখ।
বক্তারা, অনুদানের এই টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে সংগঠনের উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে ব্যয় করার অনুরোধ জানান। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে বাল্য বিবাহ প্রতিরোধ সহ সচেতনতামুলক কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকী মহিলা সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, অনুদান প্রাপ্ত মহিলা সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।