নড়াইলে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সারও বীজ বিতরণ শুরু
নড়াইল প্রতিনিধি ।।
নড়াইলে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বুধবার (৩০অক্টোবর) দুপুরে সদর কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত¡রে সার ও বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, পেয়াজ, মসুড়, খেসাড়ি, অড়হড় বীজ বিতরন করা হয়। একই সময়ে জনপ্রতি ১০ কেজি রাসায়নিক সার প্রণোদনা দেয়া হয়।
কৃষি বিভাগ জানায়, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ৯’শ জন কৃষককে গম, ৭০ জনকে পেয়াজ, ৩ হাজার ৫’শ জন কে সরিষা, ২’শ জন কে সূর্যমূখী, চিনাবাদাম ২০ জনকে, অড়হড় ৩০ জন, মসুড় ৫’শ জন, খেসারি ৬’শ জন কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হবে।
আই/অননিউজ২৪।।