নড়াইলের লাহুড়িয়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি ।।

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় সাপের কামড়ে কুটি মিয়া (৬০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

প্রতিবেশি জাকির হোনেন জানান, কুটি মিয়া প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে কুটি মিয়ার ঘাড়ে বিষধর সাপে দংশন করে। ইদুরের কামড় মনে করে তিনি গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর যন্ত্রনা শুরু হলে বিছানায় সাপ দেখতে পান। তখন পরিবারের সদস্যদের জানানোর পর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

পরে অসুস্থ্য কুটি মিয়াকে এলাকার এক ওঝার (কবিরাজ) কাছে নেয়া হয়। ওঝা ঝাড় ফুঁক দিলেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় পর্য্য়াক্রমে আশপাশ এলাকার আরো দুজন ওঝার (কবিরাজ) কাছে নেয়া হয়। এভাবে কয়েক ঘন্টা সময় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় অবস্থার আরো অবনতি হতে থাকে। এক পর্যায়ে মুমুর্ষ অবস্থায় শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাপসাতালের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে যাবার তিনি মারা যান।

কুটি মিয়ার এক স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বাদ আসর জানাযার নামায শেষে দাফন সম্পন্ন হয়েছে।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুন্সী মঞ্জির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ