নড়াইলের লোহাগড়া থানার ভেতর থেকে অটোভ্যান চুরি

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া থানার ভেতর থেকে রাজু মোল্যা নামে এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোভ্যান কৌশলে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোর।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে লোহাগড়া থানার ভেতরে এ ঘটনা ঘটে। রাজু মোল্যা লোহাগড়া উজেলার রাজুপুর গ্রামের লুৎফুর মোল্যার ছেলে।

ভুক্তভোগী অটোভ্যান চালক রাজু মোল্যা জানান, সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার জয়পুর জামরুলতলা সুইচগেট এলাকা থেকে এক যাত্রী নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এক ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর ওই যাত্রী তাকে লোহাগড়া থানার ভেতরে যেতে বলেন। পরে থানার ভেতরে পৌঁছালে রাজু মোল্যা পেয়ারা গাছের পাশে একটি পরিত্যক্ত ভবনের সামনে ভ্যান রেখে অপেক্ষা করতে থাকেন।

পরে ওই যাত্রী রাজুকে থানার ভেতরের মসজিদের সামনে যেতে বলেন এবং যাত্রী মসজিদে ৪ রাকাত নামাজ পড়বেন বলে কিছু সময় অপেক্ষা করতে বলেন। নামাজ শেষে তিনি রাজুকে একটি কাগজে স্বাক্ষর করার কথা বলেন এবং এটি পরে ভ্যানের পাশে মোটরসাইকেলে বসা আরেক ব্যক্তিকে দিতে বলেন। কিন্তু রাজু মোল্যা প্রায় ৮-১০ মিনিট অপেক্ষা করার পর অটোভ্যান রাখা স্থানে এসে দেখেন তার ভ্যানটি আর সেখানে নেই। ওই যাত্রী তাকে তদন্ত অফিসারের পরিচয় দিয়ে সুকৌশলে তার ভ্যানটি চুরি করার পরিকল্পনা করেন, তখন তিনি তা বুঝতে পারেননি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “থানার সিসি ফুটেজ যাচাই করা হচ্ছে। ধাপে ধাপে চোরের পরিচয় সনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

jn

আরো দেখুনঃ