নড়াইলের লোহাগড়ায় কুরআন মাজিদ ছবক ও দোয়া অনুষ্ঠান
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আখড়াবাড়িতে পবিত্র কুরআন মাজিদ ছবক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের মেহমান মাওলানা হামীম মৃধার সভাপতিত্বে ছবক অনুষ্ঠানে কুরআন শিক্ষার ফজিলত ও ইসলামী জীবন বিধান সম্পর্কে আলোচনা করেন বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের প্রচার সম্পাদক হাফেজ ক্বারী মোঃ রজব আলী, হাফেজ মোঃ ইয়াসিন আরাফাত, শিক্ষিকা ফাতেমা বেগম।
অনুষ্ঠানে আখড়াবাড়ী গ্রামের ৫০জন মহিলার মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের জন্য বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কেও আলোচনা করা হয়। এছাড়া আগামীতে প্রতিটি গ্রামে শুদ্ধভাবে কোরআন শিক্ষার প্রসারের জন্য এধরণের আয়োজন করার জন্য আলেম সমাজ সহ মুসলমানদেও প্রতি আহবান জানানো হয়।
বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের প্রচার সম্পাদক হাফেজ ক্বারী মোঃ রজব আলী জানান, অনেক মুসলমান পবিত্র কোরআন শরীফ পড়তে পারে না। একজন মুসলিমের জন্য পবিত্র কোরআন শরীফ পড়তে জানা ও তেলাওয়াত করা অনেক জরুরী। এক্ষেত্রে বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দিয়ে শিক্ষাদানের ব্যবস্থা করতে পারবে।
এফআর/অননিউজ