নারীর ছবি ব্যবহার করে ‘জুলাইযোদ্ধা’ সেজে ফেসবুকে পোস্ট, এরপর…
অনলাইন ডেস্ক।।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অনুপমা রায় সুচি’ (Anupoma Roy Suchi) নামের একটি অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে পরিচিত করে দেয়া হয়েছে রাজনৈতিক বক্তব্যপূর্ণ একটি স্ট্যাটাস।
পোস্টে বলা হয়েছে, ‘আমি একজন জুলাই যো/দ্ধা হয়ে আজ বলতে বাধ্য হচ্ছি, সুযোগ পেলে আবার মাঠে নামবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য…।’ খবর রিউমর স্ক্যানার
পোস্টটিতে কেন্দ্রীয় ‘জুলাই আন্দোলনের’ কিছু নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুলে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পোস্টে গাজীপুরের ছাত্রলীগ নেতা নাসির মোড়লসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে ট্যাগ করা হয়।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও গাজীপুরের ছাত্রলীগ নেতা নাসির মোড়লসহ অনেককে তা শেয়ার করতে দেখা যায়, যা পোস্টটির গুরুত্ব এবং বিতর্ক আরও বাড়িয়ে তোলে।
তবে ‘রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে’ উঠে এসেছে ভিন্ন চিত্র। বিশ্লেষণে দেখা গেছে, ‘অনুপমা রায় সুচি’ নামে ব্যবহৃত অ্যাকাউন্টটি ভুয়া এবং এতে ব্যবহার করা হয়েছে একজন ভারতীয় নারীর ছবি।
সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪