নারীর প্রতি নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতিতে ছাত্রদলের প্রতিবাদ
নড়াইল প্রতিনিধি

নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতির
প্রতিবাদে মানববন্ধন করেছে নড়াইল জেলা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুর ১২
টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্ত¡রে ছাত্রদল সরকারি ভিক্টোরিয়া
কলেজ শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালৈ ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক মোঃ
আবিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ
বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম সাধারণ
সম্পাদক সবুজ সরদার, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনু, কলেজ
শাখার যুগ্ম আহবায়ক নিলয় সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, দেশব্যাপি একেরপর এক নারীরা বিভিন্ন ধরণে সহিংসতার শিকার
হচ্ছে। নারীরা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার শিকার হচ্ছেন। বিচারহীনতার
সৃষ্টি হচ্ছে। দেশে আইনশৃংলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ ঘটনার জন্য
বক্তারা অন্তবর্তীকালীন সরকারকে দায়ী করেন। বক্তারা এ পরিস্থিতির দ্রæত পরিবর্তন
না হলে কঠোর কর্মসূচি গ্রহন করবেন বলে হুসিয়ারি উচ্চারণ করেন। # ছবি
সংযুক্ত।