নিয়ামতপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে নওগাঁ-১ আসনে ধানের শীষের প্রচারণা
জনি আহমেদ,নিয়ামতপুর( নওগাঁ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মো: মোস্তাফিজুর রহমান-এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় নিয়ামতপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে এই প্রচারণা কার্যক্রমের সূচনা করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় গণসংযোগ করেন।
এই সময় মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষের মধ্যে বিএনপির বার্তা পৌঁছে দিতে এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ধারাবাহিকভাবে প্রচারণা চালানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক আলী সরকার সহ-সভাপতি একে এম খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুল মতিন,উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান,যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসার রতন,উপজেলা ছাত্রদলের, সদস্য সচিব আঞ্জুমান পাভেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।