নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা নওগাঁর নিয়ামতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬, নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু ও আরিফ কাউসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম (ভিপি) উপজেলা বিএনপি সহ-সভাপতি এ কে এম খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, , নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুল মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম কাউসার রতন,উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল মেম্বার ও সামাদ শোনার
সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো দেখুনঃ