নিয়ামতপুরে ইয়াবা ব্যবসায়ী রকিবুল গ্রেপ্তার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ২৭ পিচ ইয়াবা সহ রকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে রামনগর মোড় নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রকিবুল ইসলাম উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকার ফয়েজ আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ রকিবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ রকিবুল ইসলামকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়।