‎নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা

‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

‎‎নওগাঁর নিয়ামতপুরে Climate Action at Local Level (CALL) প্রকল্পের উদ্যোগে “উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎আবুল বাসার মোল্লা (পোজেক্ট ম্যানেজার করিতাস) এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফাইসাল নাহিদ পবিত্র,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুলহক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ৮টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি কর্মীরা উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, সচেতনতা এবং বহুমুখী উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। CALL প্রকল্প স্থানীয় জনগোষ্ঠী, কৃষক, নারী ও ঝুঁকিপূর্ণ জনগণের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে কাজ করছে।

‎কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পকে সফল করতে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

আরো দেখুনঃ