নিয়ামতপুরে বাড়ির ওঠানে মাঠি ভরাট করারে কেন্দ্র করে মারপিট ও অগ্নি সংযোগের অভিযোগ

বিশেষ প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুরে বাড়ির ওঠানে নিচু জায়গায় মাঠি ভরাট করাকে কেন্দ্র করে মারপিট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বসত বাড়ির সামনে খলিয়ানে উঁচু করার জন্য মাটি উঠানোর কাজ করা হয়। শুক্রবার সকালে নজরুল ইসলামের বাড়ির সামনে খলিয়ানে মাটি উঠানোর কাজ করাকালে রেজাউল, এমদাদুল, রুস্তম, জাহিদ হাসান, রফিকুল, এমরান, এনামুল, মমিন, হেলাল, ইতি, হায়াতন সহ আরও ৯/১০ জন ব্যক্তি কাজে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে দু পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বিকেল ৩ টায় এজাহার ভুক্ত আসামীরা নজরুল ইসলাম, মন্টু, আজাহার, মৌসুমী, রোকেয়া, আব্বাস আলীকে দেশীয় অস্ত্র কুড়াল, লাঠি, হাসুয়া, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। আসামীগণ আমাদের মারধর করে মন্টুর মুদির দোকানে প্রবেশ করে ২০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়৷ রোকেয়ার গলায় থাকা ৫ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। উক্ত ঘটয়ার কিছু ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করেন সাংবাদিক আলমগীর কবির। আসামীরা সাংবাদিক আলমগীর কবিরকে লাঞ্ছিত করেন। এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সাইদুর রহমান, মিরাজ ও আজাহার আলীর ১৫ বিঘা আমন ধানের খড়ে (২০ কাহন) আগুন ধরিয়ে দেয় রেজাউলের লোকজন। এতে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি সাধন হয়।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেজাউল বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে সব দোষ অস্বীকার করেন তিনি।

নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো দেখুনঃ