নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
জনি আহমেদ,নিয়ামতপুর( নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮নভেম্বর) নিয়ামতপুর মডেল মসজিদে এ দোয়ার আয়োজন করেন নিয়মাতপুর উপজেলা বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোস্তাফিজুর রহমান জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁর রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন করা হচ্ছে।
খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ শুক্রবার বিএনপির পক্ষ থেকে সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন সাবেক এ প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।