নিয়ামতপুরে রাস্তায় বেড়া-খুঁটি বসিয়ে গ্রামবাসীকে অবরুদ্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ
বিশেষ প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার মধ্যপাড়া এলাকায় গ্রামবাসীদের চলাচলের রাস্তা বেড়া ও খুঁটি স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে। ৮ জানুয়ারী বৃহস্পতিবার ছাতড়া বাজার মধ্যেপাড়া গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে ভোক্তভোগী এলাকাবাসীরা বলেন, বাজারকেন্দ্রিক যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এ ঘঠনায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সড়কের একাংশে হঠাৎ করে বেড়া ও খুঁটি বসানোয় রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল কঠিন হয়ে পড়েছে। বাজারে পণ্য আনা-নেওয়া বিলম্বিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অনেকেই এটিকে ইচ্ছাকৃতভাবে জনভোগান্তি তৈরির চেষ্টা বলে দাবি করছেন।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫০ বছর ধরে গ্রামবাসী বন্ধকরা রাস্তাটি বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি রাস্তা মেরামতের অজুহাতে স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম ও তার পরিবার জোরপূর্বক ইট ও খুঁটি বসিয়ে রাস্তা বন্ধ করে দেয়।এমনকি রাস্তার পাশে পিলার বসানোর জন্য মাটি খনন করে রাস্তার স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কোনো পূর্বঘোষণা বা প্রশাসনিক অনুমতি ছাড়াই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে বলে তাদের অভিযোগ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তারা বলেন, সড়কে অবৈধ স্থাপনা অপসারণ করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা জরুরি। এসময় ভোক্তবোগীরা আরও বলেন গ্রামে জন্য উক্ত রাস্তাটি ছিলো একমাত্র পথ। বর্তমানে রাস্তা বন্ধ থাকায় ছোট জানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ফলে স্কুলগামী শিক্ষার্থী রোগী ও বয়স্কদের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে অভিযুক্ত বিএনপি নেতা নুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।
নিয়ামতপুর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মোর্শেদা খাতুন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে বাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনদুর্ভোগ নিরাশনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।