নিয়ামতপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল —
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো — সযত্নে তোমায় রাগব আগলে”।
মঙ্গলবার (৭ই অক্টোবর) সকাল ১০ঘটিকার সময় র‍্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ চত্তরে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোরশেদা খাতুন। অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদবৃন্দ।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের জ্ঞানের ভাণ্ডার; তাদের সম্মান ও সেবা নিশ্চিত করা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং সামাজিক উন্নয়নের জন্যও অপরিহার্য। তারা যোগ করেন — দরকার প্রবীণদের চিকিৎসা সেবা, মানসিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থা আরও শক্ত করার।
আলোচনা শেষে প্রবীণদের কল্যাণে স্থানীয় উদ্যোগগুলোকে আরো সুসংহত করার আহ্বান জানান আয়োজকরা।

jn

আরো দেখুনঃ