নীলফামারী জেলা প্রশাসকের নাম্বার ক্লোন করে অর্থ দাবী
সুভাষ বিশ্বাস, নীলফামারী
নীলফামারী জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বরটি ক্লোন হয়েছে। একটি প্রতারক চক্র এটি ব্যবহার করে বিভিন্নজনকে কল করে ফায়দা লুটার চেস্টা করে।এ ব্যাপারে নীলফামারী থানায় জিডি হয়েছে।
সকলে সর্তকতা অবলম্বন করুন ও প্রতারককে ধরিয়ে দিতে সহায়তায় করুন। এ ব্যাপারে নীলফামারী থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করা হয়েছে। যার নম্বর ৪৪৪।
সতর্ক থাকা এবং ডিসির ০১৭১৫০৮১৪৮০ নাম্বার ব্যবহার করে কেউ অর্থ দাবী করলে তাৎক্ষনিক ভাবে জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহীকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, আজ দুপুরে এই ঘটনা ঘটে। বিষয়টি আমার নজরে আসে। তাৎক্ষনিক ভাবে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করি। কয়েকজনের কাছ থেকে অর্থ দাবী করা হয়। এ ব্যাপারে নীলফামারী থানায় একটি জিডি করা হয়েছে।
খন্দকার ইয়াসির আরেফীন বলেন, জেলা প্রশাসক কারো কাছ থেকে টাকা দাবী করেনি এবং এ ব্যাপারে সন্দেহ করার কোন অবকাশ নেই।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ। তিনি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার গোপনীয় সহকারী তিতুমীর চৌধুরী জিডি করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।