নীলফামারীতে চাঁদা না দেয়ায় চেম্বার ভাঙচুর আইনজীবি লাঞ্চিত
সুভাষ বিশ্বাস, নীলফামারী।।
নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ী বাজারের চামাড় পাড়া মোড়ে এক আইনজীবীর কাছে চাঁদার দাবিতে ল চেম্বার ভাংচুরসহ লাঞ্চিত করার অভিযোগে বাদি হয়ে আদালতে মামলা করেছেন আইনজীবী খাইরুল ইসলাম ( নাঈম) ।
শুক্রবার ( ৪ মার্চ ) বিকাল সাড়ে চারটার দিকে এক লক্ষ টাকা চাঁদার দাবিতে আইনজীবী খাইরুল ইসলাম ( নাঈম) কে নিজ ল চেম্বারের সামনে মটর সাইকেল থামিয়ে লাঞ্চিত করে, টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ভাঙচুর চালায়। বিচারক মোঃ শাহীন কবির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ ( সোমবার ৪ এপ্রিল) পিটিশন মামলা দায়ের করেন; মামলা নং – পি- ২৭/২২।
আইনজীবী খাইরুল ইসলাম ( নাঈম) জানান, এলাকার সসন্ত্রাসী জয়দেব চন্দ্র মহন্ত গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস,জামিনি চন্দ্র রায়, সহ আরো কয়েক জন মিলে ল চেম্বার ভাঙচুর করে। এই ৬ জমকে আসামী করে মামলা করা হয়েছে।
বাদী পক্ষের আইন জীবি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন আসামি গন যে ধরনের অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ দঃবিধি দায়ের করে মামলা দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সকল সদস্য উদ্বেগ প্রকাশ করেন।