নীলফামারী সৈয়দপুরে দুই পক্ষের হাতাহাতিতে ১ জন নিহত।
সুভাষ বিশ্বাস, নীলফামারী
ছাগলে আলুর ক্ষেত খাওয়ায় দুই পক্ষের মহিলাদের হাতাহাতিতে তসলিমা বেগম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নে তেলিপাড়ায় গতকাল (২৯ নভেম্বর মঙ্গলবার) সন্ধ্যায় । নিহত তসলিমা বেগম উত্তর তেলিপাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী।
সৈয়দপুর থানা পুলিশ জানিয়েছে মঙ্গলবার সকাল ১১ টার দিকে প্রতিবেশী মানিক হোসেনের একটি ছাগল আব্দুস সাত্তারের জমিতে ঢুকে আলু ক্ষেত নষ্ট করে। এ বিষয়ে বিকেল পাঁচটার দিকে দুই পরিবারের মধ্যে আবারো ঝগড়া বাধে এক পর্যায়ে ছাগলের মালিক মানিকের স্ত্রী রুবি বেগমের সাথে আলু ক্ষেতের মালিক আব্দুস সাত্তারের স্ত্রী তসলিমার সাথে হাতাহাতির ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে তসলিমা বেগম ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী আহত তসলিমা কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টার দিকে তসলিমাকে মৃত ঘোষণা করেন ।
কাশীরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরত হাল রিপোর্ট তৈরি শেষে আজ বুধবার ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।