নীলফামারীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি।।
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন,দেবোত্তর বোর্ড গঠন ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলহামারী জেলা শাখা।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় স্থানীয় চৌরঙ্গীর মোড় স্মৃতি অম্লান পাদদেশে পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি উত্তম রায় বাদলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি তে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি খোকারাম রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি রায়, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদ সুধির চন্দ্র রায়, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হর্স বর্ধন রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল চন্দ্র রায়, বিমল চক্রবর্তী, ডাক্তার কমলাকান্ত রায়, এছাড়া ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার নেতৃবৃন্দ।
এফআর/অননিউজ