নীলফামারীতে বিএনপির শক্তিবৃদ্ধি যোগ দিলেন সাবেক ৩ ইউপি চেয়ারম্যান
নীলফামারী প্রতিনিধি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে বিএনপিতে যোগ দিয়েছেন হেভিওয়েট তিন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় জেলা বিএনপি কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হন।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর কেন্দ্রীয় আহ্বায়ক ও নীলফামারী-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন।
যোগদানকারী তিন প্রভাবশালী সাবেক জনপ্রতিনিধি হলেন ১. আসাফুদদৌলা খোকন (সাবেক চেয়ারম্যান, খোকশাবাড়ি ইউনিয়ন) ২. শাহজাহান আলী চৌধুরী (সাবেক চেয়ারম্যান, কুন্দপুকুর ইউনিয়ন)
৩. মোশাররফ হোসেন বসুনিয়া মানিক (সাবেক চেয়ারম্যান, চড়াইখোলা ইউনিয়ন)
অনুষ্ঠানে শাহজাহান আলী চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, “বিএনপির মতো একটি বৃহৎ ও জনপ্রিয় দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। তারেক রহমানের নেতৃত্বের প্রতি দেশের মানুষের যে অভাবনীয় আস্থা ও ভালোবাসা সৃষ্টি হয়েছে, তা আজ দৃশ্যমান। আগামীকাল থেকেই আমি এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে কাজ শুরু করব।”
প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের বার্তা
তৃণমূলের এই সাড়াকে স্বাগত জানিয়ে প্রকৌশলী তুহিন বলেন, “নীলফামারীর সাধারণ মানুষের এই অভূতপূর্ব ভালোবাসা আমাকে ঋণী করেছে। একজন সংসদ সদস্য নির্দিষ্ট কোনো দলের নন, বরং তিনি সব মানুষের। আমি সবাইকে সাথে নিয়ে নীলফামারীকে একটি সমৃদ্ধ ও উন্নত জেলায় রূপান্তর করতে চাই।”
যোগদান অনুষ্ঠান শেষে যোগদানকারী নেতাদের মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।