নীলফামারীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নীলফামারী প্রতিনিধি।।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সর্ম্পকে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
নীলফামারী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা কান্তি কুন্ডু, বীরমুক্তিযোদ্ধা বংকু বিহারী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
পরে সন্ধ্যায় দেশের ও মুক্তিযুদ্ধের উপর একাধিক সংগীত পরিবেশন করেন রফিকুল আলম শাহীন, ফারহানা ইয়াছমিন ইমু, শুকুমার পাল, রিদয় কুমার দে, আল আসাদুজ্জামান আজাদ।