নোয়াগ্রাম ইউনিয়নের পূজামন্ডপে আর্থিক সহযোগিতা দিলেন শ্রমিক নেতা প্রবাসী হুমায়ুন কবীর
নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ৪নং নোয়াগ্রাম ইউনিয়নে অনুষ্ঠিত ৯টি পূজামন্ডপে আর্থিক সহযোগিতা করেছেন মালয়েশিয়া প্রবাসী নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর শেখ। প্রতিটি দুর্গাপূজা মন্ডপের কমিটির হাতে ১০হাজার করে আর্থিক সহযোগিতা করা হয়।
বৃহস্পতিবার বিকালে নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম বটতলা সার্বজনীন পূজামন্ডপ, রায়গ্রাম পূর্বপাড়া সার্বজনীন পূজামন্ডপ, রায়গ্রাম পশ্চিমপাড়া মিত্রীবাড়ী পূজামন্ডপ, কলাগাজী বাজার সার্বজনীন পূজামন্ডপ, কলাগাছি বড়বাড়ী রাজবংশীপাড়া সার্বজনীন পূজামন্ডপ ও কাঞ্চনপুর তামালতলা সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শণ করেন হুমায়ন শেখের একটি প্রতিনিধি দল। এর আগের দিন বুধবার সন্ধ্যায় দেবী রাজবংশীপাড়া সার্বজনীন পূজামন্ডপ, সত্রহাজারী সার্বজনীন পূজামন্ডপ, তেলিগাতী সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শণকালে দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির হাতে প্রতিটি মন্ডপের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন।
এসময় হুমায়ুন কবীরের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানানো হয়।
পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপি নেতা নাজির মোল্যা, জাকির হোসেন, আব্দুল কুদ্দুস, এনামুল মোল্যা, ইউপি সদস্য আকছির মোল্যা সহ গণ্যমান্যব্যক্তিবর্গ সঙ্গে ছিলেন।
jn