নড়াইলে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, র্যালি ও আলোচনা সভা।
শনিবার (১জানুয়ারী) দুপুর ১২টায় জেলা জাতীয় পার্টির উদ্যোগে নড়াইল চৌরাস্তা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যলি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।
এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে ও সদস্য সচিব সিকদার মোঃ হাদীউজ্জামানের সঞ্চালনায় সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকে জহুরুল হক জহির।
বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহাবুবুর রশিদ এমরান, মোঃ লিয়াকত হোসেন হেকমত, জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক অ্যাডভোকেট আলীউল কোটন মাসুদ, সদর উপজেলা জাপা সভাপতি মোঃ সাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান, কালিয়া উপজেলা জাপা সভাপতি মোঃ ফসিয়ার রহমান, নড়াগাতী থানা জাপা সভাপতি মোঃ লাকী লস্কর, লোহাগড়া পৌর জাপা সভাপতি আব্দুল ওয়াদুদ সিকদার, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ তাহাজ্জত শিকদার, সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত হোসেন, জেলা জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব মোছাঃ রাবেয়া সুলতানা, জেলা জাতীয় যুব সংহতি সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল সিকদার, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ তুহিন আরাফাত, সদস্য সচিব মোঃ ইমন ফকির প্রমুখ।
বক্তারা, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনতে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।