নড়াইলে বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষে ৮দলীয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) দিনব্যাপী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার নাকসী এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নড়াইল পৌর এলাকার মহিষখোলা ভলিবল একাডেমি ২৫–১৬ পয়েন্টে সদরের মাইজপাড়া ইউনিয়নের দূর্গাপুর দাখিল মাদ্রাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় প্রতিযোগিতায় নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা এবং ক্রীড়া ক্লাবের ৮টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্তে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক, আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস.এম. পলাশ, জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-কমিটির সম্পাদক কে.এম তৌহিদুল ইসলাম, এ,বি ,এম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ প্রমুখ।
এছাড়া অংশগ্রহণকারী দলগুলির অনুশীলন অব্যাহত রাখতে ১টি করে ভলিবল প্রদান করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।