পঞ্চগড় সীমান্ত থেকে ভারতীয় ৫টি গরু আটক

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাইপথে ভারত থেকে আনা ৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে একই দিন সকালে সাড়ে ৮টার সময় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির আওতাধীন মোমিনপাড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে জব্দ করে বিজিবি।

জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান অব্যাহত আছে। এরি প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ রহমতুল কবির এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫২/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের মোমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে আনা চোরাচালানকৃত ভারতীয় ৫টি গরু আটক করে জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানানো হয়। জব্দকৃত ভারতীয় ৫টি গরুর সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত সহ অবৈধ চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে গরুগুলোকে আটক করে জব্দ করা হয়েছে।

আরো দেখুনঃ