পঞ্চগড়ে কমিশনের নির্দেশে ভোট কেন্দ্র স্থানান্তর, বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে জামায়াতের সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে একটি ভোট কেন্দ্র অন্যত্র স্থানান্তর করেছে নির্বাচন কমিশন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনও করেছেন তারা।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়-২ আসনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় ২ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল বাসার বসুনিয়া।
লিখিত বক্তব্যে আবুল বাসার বসুনিয়া অভিযোগ করে বলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে এক হাজারের অধীক ভোটার নির্বাচনে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন। অথচ একই আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রার্থীর মায়ের নামে করা মাদরাসা ও এতিমখানায় স্থানান্তর করেছে। কেন্দ্রটি দুই কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় এবং ভোটারদের হেনস্থার পাশাপাশি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বল প্রয়োগ করতে এবং অন্য প্রার্থীদের নির্বাচনী এজেন্ট বের করে দিতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় দ্রুত পূর্বের ভোট কেন্দ্রে নিয়ে যেতে উপজেলা নির্বাচন অফিসারের প্রতি গণসাক্ষর সহ একটি আবেদন পত্র দেয় হয়েছে। তাদের আশা দ্রুত নির্বাচন কমিশন ভোটারদের আবেদন মেনে নিবেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার বোদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হাসিনুর রহমান, জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দ্বায়িত্বশীলগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।
সংবাদ সম্মেলনের বিষয়ে পঞ্চগড়-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন, মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা ভোট কেন্দ্রটিতে আগেও মানুষ ভোট দিয়েছিল। বিগত দিনে আওয়ামী লীগ সরকার কেন্দ্রটি স্থানান্তর করে ইসলাম পুরে নিয়ে যায়। তার অভিযোগ- উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। অভিযোগটি মিথ্যা, এর কোন সত্যতা নেই।
এদিকে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জরুল হাসান বলেন, নির্বাচন কমিশনে বিএনপি নেতা আবেদন করেছিলেন। পরে কমিশন রংপুর বিভাগীয় অফিসকে তদন্ত দেন। পরবর্তীতে কেন্দ্রটি পরিবর্তন করেন কমিশন। এর পর কেন্দ্র পরিবর্তনের চিঠি পায় বলে জানান তিনি।