পঞ্চগড়ে তেঁতুলিয়ায় ৬ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া ৬ পাথর ও বালু ব্যবসায়ীকে পৃথক ভাবে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। একই সময় লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে রুবেল ইসলাম (২৬) নামে এক ট্রাক চালক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা পর্যন্ত সড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানা যায়, তেঁতুলিয়া ও বাংলাবান্ধা ইউনিয়নের মহাসড়কের বিভিন্ন এলাকায় মহাসড়কের পাথে পাথর ও বালু রাখায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যাবসায়ী পঞ্চগড় সদরের মীরগর এলাকার কাজীমদ্দিনের ছেলে লোকমান আলী লাবুকে (২৬) ৫ হাজার টাকা, বাংলাবান্ধা এলাকার মৃত তৈজুদ্দিনের ছেলে মইনুল হক’কে (৪৫) ২৫ হাজার টাকা, একই এলাকার নঈমদ্দিনের ছেলে আব্দুল লতিফকে (৫৫) ১০ হাজার টাকা, মান্নাফের ছেলে জিয়াউর রহমানকে (৩২) ২৫ হাজার টাকা, তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৬) ১৫ হাজার টাকা, পঞ্চগড় সদরের ঘাটিয়াপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে আব্দুল কাশেমকে (২৮) ১৫ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড় সিংগিয়া এলাকার তজিবর রহমানের ছেলে রুবেলকে (২৬) ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও সোহাগ চন্দ্র সাহা জানান, সড়ক দূর্ঘটনা রোধে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।