পরিবেশের ভারসাম্য বজায় রাখাতে ও বজ্রপাত নিরোধে নড়াইলে ২হাজার তালের বীজ রোপণ

নড়াইল প্রতিনিধি।।

পরিবেশের ভারসাম্য বজায় রাখাতে ও বজ্রপাত নিরোধে নড়াইলে ২হাজার তালের বীজ রোপন করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার হাটবাড়িয়া
ডিসিপার্ক এলাকায় এসব তালবীজ রোপন করা হয়।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় হাটবাড়িয়া ডিসিপার্কে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তালের বীজ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু,উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘আমাদের পরিবেশ থেকে দিনে দিনে তাল গাছ হারিয়ে যাচ্ছে। আমাদের এই ডিসিপার্কে
২০০তাল গাছ লাগিয়েছি। ইদানিং বজ্রপাত বেড়ে যাচ্ছে। বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে। এই তালগাছ বজ্রপাত প্রতিরোধ করে। তালগাছ পরিবেশের জন্য খুব প্রয়োজনীয় যেটা আমরা দিনে দিনে হারাতে বসেছি। এজন্য আমরা ২০০ তালগাছল লাগিয়েছি। আরো বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে।’

একে/অননিউজ24

আরো দেখুনঃ