পাঁচ দফা দাবিতে নিয়ামতপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উত্তর বাজার তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নওগাঁ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মিনহাজ ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে। দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
jn