পাবনায় জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পইন সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি
পাবনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
পাবনা,র সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ দুলাল উদ্দিন সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম।
ক্যাম্পইনের কার্যকরিতা ও এর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ডাঃ খাইরুল কবির। জেলায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫০ হাজার ৯শ’ জন শিশুর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৭০ হাজার ৯শ ৪৯ জন শিশু লক্ষ মাত্রা ধরা হয়েছে। এছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট প্রায় ৪ লক্ষ ২০হাজার ৮শ শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে।
জেলায় মোট ১৮৬২টি টিকাদান কেন্দ্রে ৩৬৫৪ জন সেচ্ছাসেবী ৭২৬ জন মাঠকর্মী এই কার্যক্রমের সহযোগিতা করবেন।
কার্যক্রম সফল করতে প্রচার প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গণমাধ্যম কর্মীদের নিকট আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।