পার্বত্য জেলা সমূহের প্রাথমিক শিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্যে সামনে রেখে পার্বত্য জেলা সমূহের প্রাথমিক শিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজামান, চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপরিচালক ড. মো শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ফরিদ আহম্মদ।সচিব বলেন, শিক্ষার গুণগত মান ধরে জন্য স্মার্ট বাংলাদেশ গঠনে সচ্ছতা ও জবাবদিহীকতা মাধ্যমে স্মার্টশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সচ্ছতা ও জবাবদিহীকতা নিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। এতে জেলা পরিষদ সদস্য বৃন্দ, তিন পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ