পীরগঞ্জে গ্রাম আদালত কার্যকর ও গতিশীল করতে দৌলতপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ববি রানী পোদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
উঠান বৈঠকে সাধারণ জনগণের মাঝে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়। গ্রাম আদালতের মাধ্যমে কীভাবে সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের সুবিধা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, “গ্রামে স্থায়ীভাবে যেসব ছোটখাটো বিরোধ সৃষ্টি হয়, সেগুলো আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করব। এতে করে সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পাবে এবং আদালতে অহেতুক মামলা কমবে।”
তিনি আরও বলেন, গ্রাম আদালত জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর বিচারব্যবস্থা। তাই সকলকে গ্রাম আদালত সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি এর সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।