পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

পীরগঞ্জ (ঠাকুরগাঁ) প্রতিনিধি

জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে পৌর শহরের কলেজ বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, জুলাই আন্দোলনে পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামল, মারপিট নাশকতা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরো দেখুনঃ