পুলিশ সুপার ও ওসির নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, গ্রেপ্তার ২

আনলাইন ডেস্ক।।

দিনাজপুরের পুলিশ সুপার ও কোতয়ালী থানার ওসির নামে হোয়াটসঅ্যাপ ও ইমু ব্যবহার করে প্রতারণাকারী দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৪ জুন) রাত ১০ টায় তাদেরকে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ঠনঠনিয়া পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১৫ জুন) দুপুরে দিনাজপুর কোতয়ালী থানায় এক ব্রিফিং‘র মাধ্যমে তথ্য তুলে ধরা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামাধবপুর ঠনঠনিয়া গ্রামের মোঃ সমবারুর ছেলে মোঃ রুহুল আমিন (১৯) ও মোছাঃ কাছের আলীর ছেলে মোঃ আল আমিন(২১)।

শনিবার দুপুরে সাইবার আইনে দায়ের করা মামলায় কোর্টে চালান দেয়া হলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।

প্রেস ব্রিফি-এ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিন্নাহ আল মামুন বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ ও কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেনের নামে হোয়াটসঅ্যাপ ও ইমুর ভুয়া আইডি খুলে প্রবাসী ও প্রশাসনের লোকজন ও সাধারণ মানুষের কাছে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা গ্রহণ করে আসছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর ডিবির ওসি মোঃ সোহেল রানার নেতৃত্বে নীলফামারী পুলিশের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামীরা প্রাথমিক ভাবে দোষ স্বীকার করেছে।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ